প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৫ পিএম | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জে পোশাকশ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও দুই নারী মারা যান।
বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে জানান, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।