কেরানীগঞ্জে বিএনপি'র নেতার উপর যুবলীগের হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিএনপি নেতা হাজী বাহারের উপর যুবলীগ নেতার হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন কদমতলী এলাকাবাসী।
বুধবার সাকলে কদমতলী গোল চত্বর এলাকায় এক মটরযান সোরুমে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন, যুবদল নেতা সালাউদ্দিন আহম্মেদ রতন প্রমূখ।
সংবদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত সোমবার দীন ফার্নিচারের দোকানে আমাকে শালিসির নামে ডেকে নিয়ে যায়। সেখানে আমার উপর অতর্কিত হামলা চালায়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন শালিসি সম্পত্তি আমার পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি। হামলাকারী যুবলীগ নেতা সাজিদুল ইসলাম (৩৮) সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী। তার পিতা সামশু হাজি একজন ভূমি দস্যু। তার বিরুদ্ধে ঋণ খেলাবের অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনের পর বিক্ষোভকারিরা কদমতলী এলাকায় একটি প্রতিবাদ মিছিল করে।