প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৯ পিএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি, মূল আসামিদের জামিন না দিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গণে তারা অবস্থান নিয়ে স্লোগান দেন।
এর আগে ছাত্র-জনতা মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে পায়ে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেন।
এ সময় অবস্থান কর্মসূচি থেকে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে যারা হত্যা করেছে, যারা শত শত ছাত্র-জনতাকে আহত করেছে- সেই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা।
এ সময় বক্তারা বলেন, ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ কাউকে যদি মামলায় জড়ানো হয় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে দাবিও জানান তারা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে সজল ও ডিপজল হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামিকে জামিন দেয় আমলি আদালতের বিচারক। এর পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।