প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার কামাল মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফ্রিদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।