প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৯ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলা আহত হোন বিএনপি নেতা হাজী বাহার সহ ৬ জন।
সোমবার কদমতলী গোল চত্বর এলাকায় দীন ফার্নিচারের দোকানে এই ঘটনা ঘটে। আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী বাহার জানান, পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তির জের ধরে বিকেলে দিন ফার্নিচারের দোকানে গ্রাম্য সালিশ ডাকা হয়। মোবাইল ফোনে বিরোধী যুবলীগ নেতা সাজিদুল ইসলাম (৩৮) তাকে একা ওই সালিশে উপস্থিত হতে বলেন। এতে তিনি যথা সময়ে় তার ডাকে সাড়া দিয়ে ওই জায়গায় উপস্থিত হলে ওৎ পেতে থাকা যুবলীগ নেতা সাজেদুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন লোক তার উপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করে।
মারধরের একপর্যায় তার পরিধানের পাঞ্জাবি ছিড়ে ফেলে এবং তাকে রক্তাক্ত জখম করে। এতে সে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে়। এই ঘটনার খবর পেয়ে তারা আত্মীয়-স্বজন তাকে উদ্ধারের উদ্ধার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালানো হয়।
জানা গেছে হামলাকারী যুবলীগ নেতা এলাকার কিশোর গ্যাং প্রধান। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।