প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৫ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুটি হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে সোমবার শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়।
এ সময় যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম ও আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এরপর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা এবং আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় রফিকুল গুলিবিদ্ধ হয়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। আর ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আরিফ।