প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৮ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহী বাঘায় মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ করায় মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম হাসানের অপসারনের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকগন বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দায়ের করা অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা দুর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম হাসান প্রায় বিদ্যালয় পরিদর্শনের নামে বিদ্যালয়ে গিয়ে ঐ শিক্ষিকার সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরন করে থাকতো, গত ১৯-০৯-২০২৪ ইং তারিখে রোজ বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনের নামে বিদ্যালয়ে গিয়ে ঐ শিক্ষিকাকে ক্লাস রুম ডেকে পাঠায় শিক্ষিকার আসতে ২ মিনিট দেরি হওয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম হাসান তাকে বিব্রতকর অবস্থায় ফেলে ও অন্যান্য শিক্ষকদের সামনে আক্রমনাত্মক অশালীন ও কুরুচিপূর্ণ কথা ও ভয়ভীতি প্রদর্শন করে বিদ্যালয় ত্যাগ করেন।
তিনি গতকাল সোমবার আবারো বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করলে আ.খ.ম হাসান পালিয়ে যায় পরে শিক্ষার্থী ও অভিভাবকগন ব্যানার ও ফিস্টন নিয়ে উপজেলা সদরে এসে আ.খ.ম হাসানের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার আ.খ.ম হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে মিছিলকারীরা শান্ত হয়ে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে বলতে গেলে তাকে অফিসে পাওয়া যায় নাই, মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে আপত্তি করেন।