প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে গুলিতে মো. ফজলু নামে এক গার্মেন্টকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ৭১ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
অপর আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, হাবিবুর রহমান, কামরুজ্জামান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন ফজলু। ৫ আগস্ট সকাল ১০টার দিকে মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে তাকে মাক্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার আগেই তিনি মারা যান।