রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১

শিরোনাম: আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি   ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, চলতি বছর আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো   পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো   ১৫ বছর দলীয় স্বার্থে পুলিশ হেন অন্যায় নাই যা করে নাই: আইজিপি   মেট্রো যাত্রীদের জন্য সুখবর   সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’: বিসিবি সভাপতি   আজ বিছানা না গোছানোর দিন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৭ পিএম | অনলাইন সংস্করণ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর তালুকদার (২৯) ও তার সহকর্মী মো. স্বপনকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মুক্তার হোসেন নামে অপরজনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরে উপজেলার শাবরুল ছোট মণ্ডলপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ জানান, নিহত সাগর তালুকদার বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলাপাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে ও স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। কব্জি বিচ্ছিন্ন হওয়া তাদের সঙ্গী মুক্তার হোসেন একই গ্রামের আনসার আলীর ছেলে। সাগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সাগর, স্বপন, মুক্তারসহ কয়েকজন শাবরুল ছোট মণ্ডলপাড়ায় একটি মুরগির খামারের সামনে অবস্থান করছিলেন। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত সেখানে এসে রামদা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর ও স্বপনকে হত্যা করে। এ সময় তাদের সহযোগী মুক্তারের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

রাত ৯টায় শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার ফারুক হোসেন জানান, এখন পর্যন্ত দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হচ্ছে। তবে আহত মুক্তার হোসেনের সন্ধান পাওয়া যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]