প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে পরীক্ষার হলে একটি আসন ফাঁকা রাখেন তার সহপাঠীরা। সাজিদের স্মরণে তার বন্ধুরা বেঞ্চটিতে রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল আর টেবিলটি ঢেকে রাখা হয় বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে।
শহীদ ইকরামুল হক সাজিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে গুলিতে আহত হয়ে ১৪ আগস্ট সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
রোববার (২২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ছিলেন এই বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার আইডি নম্বর বি১৮০২০১০৭৪। যা রাখা ছিল ফুলের সঙ্গে।
এদিন সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা পর্যন্ত একটি আসন এভাবেই রাখা হয়।
সাজিদের সহপাঠীরা জানান, সাজিদ দেশের জন্য জীবন দিয়েছে। এটা আমাদের বিভাগের জন্য গৌরবের। আমরা সাজিদের স্মরণে আজ তার আসনে ফুল ও পতাকা রেখেছি। কিন্তু আমরা চাই সাজিদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু করা হোক। আমাদের নতুন একাডেমিক ভবন সাধারণ শিক্ষার্থীরা সাজিদের নামে করেছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নামকরণ বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার মাধ্যমে করুক যাতে এই নাম কেউ মুছে ফেলতে না পারে।
এ বিষয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।