প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল হলো। এর মধ্যে দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুর রেঞ্জ, রংপুরের উপপুলিশ মহাপরিদর্শক পদে, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক পদে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক পদে, অপরাধ তদন্ত বিভাগ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে বরিশাল মহানগরী পুলিশ বরিশালের পুলিশ কমিশনার পদে বদলি/ পদায়ন করা হয়েছে।
এছাড়া, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর পুলিশ সুপার পদে, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার পদে, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের পুলিশ সুপার পদে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে, নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) পদে বদলি/পদায়ন করা হয়েছে।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনার পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদের কুড়িগ্রাম পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।