প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১০ পিএম | অনলাইন সংস্করণ
সাকিব আল হাসান ও বিরাট কোহলি, ছবি : সংগৃহীত
ভারতের চেন্নাই টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দীর্ঘায়িত হয়নি বিরাট কোহলির ব্যাটিং। ব্যক্তিগত ১৭ রানের মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।
ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের সঙ্গে মজাও করেন ডানহাতি এ ব্যাটার। সেই মজার অংশ ছিলেন শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা।
প্রথম ইনিংসে ব্যক্তিগত ৬ রানে হাসান মাহমুদের শিকার হন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে আরও একটু লম্বা হয় তার ইনিংস। এ সময়ে খেলতে হয়েছে সাকিবের বলও। ১৫তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ইয়র্কার মারেন সাকিব।
ওভার শেষে নন স্ট্রাইকে ফিরে যান কোহলি। আর অফ সাইডে ৩০ গজের মধ্যে ফিল্ডিং করছিলেন সাকিব। তখন কোহলি সাকিবকে বলেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি, ইয়র্কারের পর ইয়র্কার মারছ!’ এরপরই দুজনের হাসতে থাকেন। টানা ইয়র্কার লেংথে বল করতে পারতেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ভারতীয় গণমাধ্যম
দ্রুত সাকিব-কোহলির এ ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় গণমাধ্যম জানায় , ‘কোহলি সাকিবকে বলছিলেন, ‘তুমি আমার মাল্লি।’ শুরুর দিকে কথাটা সাকিব বুঝতে পারেননি। পরে কোহলি তাকে মালিঙ্গার কথা বলেন।
চেন্নাই টেস্টে দুই দেশের দুই তারকার সময়টা ভালো যাচ্ছে না। দুই ইনিংসে ৬ ও ১৭ রানে আউট হন কোহলি। আর প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন সাকিব। যদিও তা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। বল হাতে প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রান খরচ করে ছিলেন উইকেট শূন্য।