রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ‘গাজা কোলা’ কোমলপানীয় হাতে শক্ত প্রতিরোধের প্রত্যয়   তাজরীন ট্রাজেডির ১২ বছর, ক্ষতিপূরণ-পুনর্বাসনের প্রহর গুনছেন ভুক্তভোগীরা   চকরিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত   নবনিযুক্ত সিইসি ও ইসিদের শপথ দুপুরে   দারুণ শুরুর পর হতাশার দিন বাংলাদেশের   আগামী দুই মাস সূর্য দেখবেন না এই শহরের বাসিন্দারা   সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঋণখেলাপি স্বামী-স্ত্রীকে দুবাই থেকে ফিরিয়ে আনার নির্দেশ
চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেসা আক্তারকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অন্তত দেড় হাজার কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই দুজনকে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

ব্যবসায়ী মোহাম্মদ আলী চট্টগ্রামভিত্তিক ইমাম গ্রুপের চেয়ারম্যান। ‘ব্ল্যাকার’ মোহাম্মদ আলী নামে পরিচিত এই ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে চট্টগ্রামের অর্থঋণ আদালতে ১৫টি মামলা রয়েছে। প্রায় ১১ বছর ধরে এসব মামলা চলছে। এর মধ্যে আইএফআইসি, ন্যাশনাল, জনতা ও অগ্রণীসহ পাঁচটি ব্যাংক তাদের কাছ থেকে পাবে প্রায় এক হাজার কোটি টাকা।

অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ঋণখেলাপি মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেসা আক্তার গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে বসবাস করছেন। সেখানে তারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগও করেছেন। দেশের অর্থ পাচার করে দুবাইয়ে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তারা। বিচারক একইসঙ্গে গত বছরের ২১ মে দেওয়া আদেশে তাদের ফিরিয়ে আনতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কী কী পদক্ষেপ নিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন।

আদালত সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বরেও যমুনা ব্যাংকের ৯ কোটি টাকার একটি চেক প্রতারণা মামলায় ইমাম ডাইয়িং নিটিং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীকে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ জরিমানা করেন আদালত।

এক সময় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন মোহাম্মদ আলী। এই পরিচয়ে বিভিন্ন ব্যাংক থেকে সহজেই ঋণ সুবিধা নিতেন তিনি। 

পরে ব্যাংকে তার শেয়ারের পরিমাণ ২ শতাংশের নিচে নেমে যাওয়া এবং বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হয়ে পড়ায় এনসিসির পর্ষদ থেকে তাকে বাদ দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]