সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স   সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ১০৭৯   মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়লো   জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাফুফে সভাপতি পদে লড়বেন তরফদার রুহুল আমিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে কাজী সালাহউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন গত শনিবার (১৪ সেপ্টেম্বর)। সময় যত ঘনিয়ে আসছে ততই ফুটবল পাড়ায় বাড়ছে নির্বাচনী উত্তাপ।

এরই মধ্যে এবার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেন তরফদার রুহুল আমিন। আগামী ২৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার  (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন ডেকে বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মঞ্চের পেছনে ব্যানারে শিরোনামে লেখা ছিল ‘ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ২০২৪, সভাপতি প্রার্থী ঘোষণা’। মঞ্চে ছিলেন তরফদার। তার পাশে সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, বিভাগীয় নেতা আবদুল্লাহ ফুয়াদ, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিকসহ আরও কয়েকজন।

টাঙ্গাইলের বিএনপি নেতা ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন সবার আগে দেন ঘোষণাটা, ‘বাংলাদেশের সব জেলা, বিভাগের পক্ষ থেকে আমরা বাফুফের সভাপতি পদে তরফদার রুহুল আমিনের নাম ঘোষণা করছি।’ 

পরপরই তরফদার রুহুল আমিন মাইক্রোফোনের সামনে আসেন। তিনি বলেন, ‘আমি এই ঘোষণা সাদরে গ্রহণ করলাম।’

‘দেশে ফুটবল উন্মাদনা আর নেই। ফুটবলের আবেগ হারিয়েছে ২০০৮ থেকে। ফুটবল তলানিতে চলে গেছে’ এমন দাবি করে তরফদার বলেন, ‘ফুটবল এমন জায়গায় চলে গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। ফুটবলকাঠামো নেই। ফুটবল এখন টেবিলে নিয়ে এসেছি।’

বাফুফেতে যারা এতদিন ছিলেন, তারা কাজ করেননি। মানুষের আবেগকে তারা ভূলুণ্ঠিত করেছেন দাবি করে তরফদার বলেন, ‘ফুটবল নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি ২০১৫-১৬ সাল থেকে। সাইফ পাওয়ারটেকের ব্যানারে আমরা জেলা লিগ করেছি। আমরা প্রচুর খেলোয়াড় সরবরাহ করেছি প্রতিকূলতার মধ্যেও। কিন্তু ফুটবল ফেডারেশন কখনো চায়নি আমরা ফুটবল নিয়ে কাজ করি। ফুটবল যেভাবে এগোচ্ছে, সেটা ঠিক নেই। ফুটবলকে নিয়ে আমরা তামাশা করেছি। বাঙালির আবেগ নিয়ে খেলা হয়েছে। জঘন্য হয়েছে কাজটা।’

তরফদার বলেন, ‘২০২০ সালে যখন প্যানেল করে এগোতে গেলাম, তারা আমাকে নিয়ে চক্রান্ত করলেন। আমার ব্যবসার ক্ষতি হলো। দেশেও থাকতে পারিনি। সাইফ পাওয়ারটেকের ক্ষতি হয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে।’

তরফদারের প্যানেল এখনো ঠিক হয়নি। তবে সবাইকে নিয়ে ফুটবল উন্নয়ন করবেন বলেছেন। নির্বাচিত হলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বের করে ফুটবল সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। 

নির্বাচিত হয়ে আসতে পারলে ফ্র্যাঞ্চাইজি ফুটবল করবেন, এমন দাবি করে তিনি বলেন, ‘বাফুফের ওপর কোনো আস্থা নেই। স্পনসর আসে না। টাকা অপব্যবহার হয়। এনএসসি-ফিফার টাকার সঠিক ব্যবহার হয়নি। আর্থিক অনিয়মের কারণে সাধারণ সম্পাদককে ফিফা নিষিদ্ধ করেছে। বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ফিফা জরিমানা করেছে। এটা লজ্জাজনক।’

অনুষ্ঠানে দর্শকসারিতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছিলেন বিএনপির নেতা খায়রুল কবীর খোকন। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক, ক্যারিয়ারে শেষ প্রান্তে দাঁড়ানো মামুনুল ইসলামসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]