রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়   দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম   প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত   রাউজানে গোলাগুলি-সংঘর্ষ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন   টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার   ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন   ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৬   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বরিশালে মেধাবী শিক্ষার্থীদের রাইজিং স্কলার অ্যাওয়ার্ড
তরুন বেগী
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৯ পিএম আপডেট: ১৫.০৯.২০২৪ ৮:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

মেধাবী  শিক্ষার্থীদের জন্য বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত বরিশাল স্টোরিবোর্ড কনভেনশন হলে এ স্কলার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।  

রাইজিং স্কলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন LSA Education Bangladesh এর CEO ইমিগ্রেশন কনসানল্টেন্ট আবদুর রহমান। 

তিনি কানাডার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইমিগ্রেশন ল নিয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশ এর মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী, কিন্তু সঠিক ক্যারিয়ার গড়ার সুযোগ না পাওয়ায় তারা অনেক সময় আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে এ লক্ষে কাজ করছে LSA Education Bangladesh এর ৫০ এর অধিক এডভাইজর। 

LSA Education প্রথম বারের মত এন্ড্রোয়েট এপস এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ওয়ান স্টপ কমিউনিকেশন সার্ভিস দিয়ে যাচ্ছে।
২০১৮ সাল থেকে বাংলাদেশ এর প্রায় ২০০০ এর ও অধিক স্টুডেন্টকে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ক্যারিয়ার গড়তে সহযোগিতা করেছে LSA Education Bangladesh. 

তিনি আরো বলেন, ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা নিয়ে ধারাবাহিক ভাবে কাজ করে যাব।

শিক্ষার্থীরা যেনো উন্নত বিশ্বে নিজেদের মেধা নিয়ে প্রতিযোগিতা করতে পারে এটাই মূল লক্ষ।

বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে ব্রাঞ্চ অফিস পরিচালনা করছে LSA Education Bangladesh. শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি বিভাগে সার্ভিস পয়েন্ট চালু করার প্রস্তাবনা পেয়েছেন।দ্রুত এ বিষয়ে কাজ করে যাবে তার প্রতিনিধিরা।

এছাড়াও কোম্পানির বিজনেস ডেবলপমেন্ট ম্যানেজার অমিত মাহমুদ বলেন, বাংলাদেশে যে পরিমান অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেই সমপরিমাণ অর্থ ব্যয় করে বিদেশে টপ র‍্যাংকিং বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করা সম্ভব। সঠিক গাইড লাইন নিয়ে ক্যারিয়ার গড়ার লক্ষে শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী হায়ার এডুকেশন এডভাইজর দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে LSA Education Bangladesh. 

তিনি আরো বলেন, আগামীতে ধারাবাহিক ভাবে শিক্ষার্থীদের নিয়ে নানান কর্মসূচি পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন এডভাইজর আলাউদ্দিন মজুমদার। যিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে নানান প্রতিবন্ধকতা তুলে ধরেন। 

তিনি বলেন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেবলপমেন্ট প্রোগ্রামে শিক্ষার্থীদের অভিজ্ঞ করে তুলতে হবে। দৈনন্দিন জিবনে ইংরেজি ভাষার চর্চা অবহ্যত রাখতে পারলে বিদেশে পড়াশোনা করে সঠিক ক্যারিয়ার গড়া তুলনামূলক সহজ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]