মুন্সিগঞ্জের খিদিরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:২০ এএম | অনলাইন সংস্করণ
মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) খিদিরপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ফুলকুচিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জহিরুল ইসলাম নিলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুজ্জামান লাভলু হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজ্বী শান্ত পাঠান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন যুগ্ন আহবায়ক কবির আহমেদ, যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ, সদস্য আহবায়ক কমিটি সুজাতুল ইসলাম সুরুজ, সদস্য আহবায়ক কমিটি মুরাদ সারোয়ার টিটু, সদস্য আহবায়ক কমিটি মাসুদ দেওয়ান, কমিটি মিনার বেপারী, যুগ্ম আহবায়ক লৌহজং উপজেলা যুবদল সোহেল রানা, ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন সেখ, সাবেক সভাপতি ছাএদল অভি সেখ, সদস্য সচিব সেচ্ছাসেবক দল খিদিরপাড়া রানা হোসেন রনি সাধারণ সম্পাদক লৌহজং উপজেলা ছাএদল এবং সকল ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীগণ।