প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
দু’হাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেল, ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও দু’হাতে ২টি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব আরও জানায়, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালান জহিরুল ইসলাম রুবেল। তার দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে র্যাবের নজরদারি মাধ্যমে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, রুবেলের বাসা রাজশাহীর লক্ষীপুরের চন্ডিপুর এলাকায়। তিনি রাজশাহী মহানগর যুবলীগের নেতা। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেন তিনি।
এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত পর্যালোচনামূলক প্রতিবেদনে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এসব তথ্য জানায় তারা। সংগঠনটি প্রতিবেদন তৈরিতে ১২টি জাতীয় দৈনিক, নিজেদের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্বেচ্ছাসেবকের সহযোগিতা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।