রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   ‘ভুল চিকিৎসায়’ শিক্ষার্থীর মৃত্যু, ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর   জিএসপি পেতে ১১ দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের   মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা, উদ্বোধন ১ ডিসেম্বর   ‘না ভোট’সহ ইলিয়াস কাঞ্চনের ৩ প্রস্তাব   আরও এক মামলায় তারেক রহমানের খালাস   গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব: নতুন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান স্কাইডাইভার আশিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম | অনলাইন সংস্করণ

বিমানে ৪১ হাজার ৭৯৫ ফুট উচ্চতায় উঠে শূন্যে লাফ দিয়ে দেশের পতাকা ওড়ানো স্কাইডাইভার আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাতের কোনো কর্মকর্তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিল সরকার।

বিডার নির্বাহী চেয়ারম্যান পদে লোকমান হোসেনের স্থলাভিষিক্ত হলেন আশিক। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব লোকমান তিন বছরের দায়িত্ব শেষে অবসরে গেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক আদেশে বলেছে, অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর সিনিয়র সচিব পদমর্যাদায় আশিক চৌধুরীকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

পেশায় ব্যাংকার আশিক চৌধুরী ২০১২ সাল থেকে স্কাইডাইভিংয়ের চর্চা করেন। অনেকবারই বিভিন্ন উচ্চতা থেকে লাফ দিয়েছেন। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে বিমানে ৪১ হাজার ৭৯৫ ফুট উচ্চতায় উঠে লাফ দেন। তার হাতে ছিল প্রায় ৭ বর্গফুট লম্বা লাল-সবুজের পতাকা।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সিঙ্গাপুর অফিসে কর্মরত ছিলেন আশিক। রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি।

চাঁদপুরের ছেলে আশিক বাবার চাকরির সুবাদে যশোরে বড় হয়েছেন। সিলেট ক্যাডেট কলেজ থেকে পাস করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)। ২০০৭ সালে স্নাতক শেষ করে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে ছয়মাস চাকরি করেন। স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের ল্যান্ডিং স্ট্র্যাটেজি ও ফাইন্যান্সিয়াল প্লানিং বিভাগের ব্যবস্থাপক হিসেবে তিন বছর কাজ করেন তিনি।

এইচএসবিসিতে যোগ দেওয়ার আগে আমেরিকান এয়ারলাইন্সের ইউরোপ ও এশিয়া বিভাগের হেড অব ফাইন্যান্সের দায়িত্বও পালন করেন আশিক চৌধুরী। মাঝে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং অ্যাসিসটেন্ট প্রফেসর ছিলেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]