প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
সদ্য নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করেছে সরকার। একইসঙ্গে আরও চার জেলার ডিসিকে রদবদল করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত সোম ও মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে অন্তর্বর্তী সরকার। সবশেষ গতকাল ৩৪ জনকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করে প্রজ্ঞাপন জারি করার পরপরই উপসচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা সচিবালয়ে হট্টগোল করেন।
জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তাদের অভিযোগ, নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের বেশির ভাগই বিগত হাসিনা সরকারের ফিটলিস্টের কর্মকর্তা এবং বিগত সরকারের সুবিধাভোগী।
অভিযোগ তুলে কর্মকর্তারা দাবি করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
একই অভিযোগ নিয়ে আজ বুধবারও সকালে সচিবালয়ে হট্টগোল করেন তারা। এরই মধ্যে দুপুরে এই আট জনের নিয়োগ বাতিলের কথা জানালেন সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান। এসময় তিনি জানান, সাধারণত একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়, সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে আট জনের নিয়োগ বাতিল করা হয়েছে। জেলাগুলো হলো, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং সিরাজগঞ্জ।
এসব জেলা নতুন করে যারা নিয়োগ পাবেন, তাদের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
এছাড়া আরও ৪ জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে বলেও জানান মোখলেসউর রহমান। এর মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।