প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৬ পিএম | অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নিখোঁজ কর্মী কদরুল হাসানকে ৫ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে খুলনার লবণচরা এলাকায় একটি মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ চিকিৎসাধীন।
কদরুল হাসান নগরীর সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি শেখপাড়া এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন।
স্থানীয়রা জানান, ভোরে লবণচরা থানার দারোগার লেনের মদিনাতুল উলুম সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইমামকে খবর দেন মুয়াজ্জিন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে কদরুল হাসান নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় একটি মসজিদ চত্বরে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট করেন। কিন্তু রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী ৬ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন।
কদরুলকে ফিরে পেতে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছিলেন পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা।
হাসপাতালের বেডে শুয়ে কদরুল জানান, শারীরিকভাবে নির্যাতন করা না হলেও তাকে মানসিকভাবে চাপে রাখা হয়েছিল। গত ৫ দিনে প্রায় পুরো সময়টা তিনি একটি অন্ধকার জায়গায় ছিলেন।
এ দিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি এমন ঘটনা বন্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।