প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ এএম | অনলাইন সংস্করণ
সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে মাঝপথে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর ডিপিএলের কয়েকটি ম্যাচ খেললেও আর মাঠে ফেরা হয়নি এই সাবেক অধিনায়কের। ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। তার আগেই ২২ গজে ফিরছেন মাশরাফী। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লিগে দল পেয়েছেন তিনি।
রাজ্জাকের সঙ্গে ড্রাফট থেকে ডেট্রয়েট ফ্যালকনস দলে টেনেছে মাশরাফী, আরিফুল হক ও সৈয়দ রাসেলকে। একই দলে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
অন্যদিকে আরাফাত সানি, ইলিয়াস সানি ও কামরুল ইসলামকে দলে নিয়েছে আটলান্টা রাইডার্স। আর পেসার আল আমিন হোসেনকে দলে টেনেছে দ্য সিকাগো প্লেয়ার্স। সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-টেন লিগের অফিসিয়াল পেজ থেকে তাদের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
এই লিগ দিয়েই মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে অনেককেই। ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল। ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ১১ বছর আগে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেনরা।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকেই এই লিগে আসছেন তারকারা। খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাসাকাদজাদের মতো অনেকেই। দেখা যাবে অনেক আগে ক্রিকেট ছাড়া জেসি রাইডার, উপল থারাঙ্গাদের।
যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, ক্যালিফোর্নিয়া বোল্টস, দ্য শিকাগো প্লেয়ার্স, নিউইয়র্ক ওয়ারিয়র্স এবং আটলান্টা রাইডার্স- এই ছয়টি দল খেলছে এবারের টুর্নামেন্ট। আসরের ফাইনাল ১৭ নভেম্বর।