রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা   হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক   গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট   গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ আসামির রিমান্ড   পরিবর্তন হলো বঙ্গবন্ধু রেলসেতুর নাম   শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধ   উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাজশাহীতে খুন চাঁপাইনবাবগঞ্জের পঙ্গু ছাত্রলীগ নেতা মাসুদ!
বাবার দেয়া নামই বেঁচে থাকার অবলম্বন মাসুমার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪০ এএম | অনলাইন সংস্করণ

গত তিন সেপ্টম্বর ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছিলেন রাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মাসুদ। সেই দিনেই হাসপাতালে স্বজনদের আলোচনা করে নিজের নামের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছিলেন মাসুমা আখতার। আগামী ১৫ সেপ্টম্পর কন্যার আকিকা দিয়ে সেই নাম অনুষ্ঠানিক ভাবে জানানোর কথা ছিলো। বাবার মৃত্যুর পর বাবার দেয়া নামই যেন এখন একমাত্র অবলম্বল মাসুমার।

গত শনিবার রাতে রাজশাহী বিশ^বিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলার ঘটনা ঘটে। পরে রাতেই তার মৃত্যু হয়। মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসের হাট এলাকায়। সোমবার তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। এলাকার অনেকেই মেনে নিতে পারছেন না মাসুদের উপর ঘটে যাওয়া এ নির্মমতা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান ও দোষিদের শাস্তি চান।

স্বামীকে হারিয়ে শোকে বাকরুদ্ধ মাসুদের স্ত্রী বিউটি আরা। বললেন স্বামীর রেখে যাওয়া এক মাত্র অবলম্বন মেয়েকে বড় করবেন, তার পাশে যেন সবাই দাঁড়ায়, এটায় তার চাওয়া। কোন রাজনৈতিক দল কিংবা কোন রাজনৈতিক নেতা সহযোগিতার বিষয়ে যোগাযোগ করছে কিনা জানতে চাইলে বলেন, এখনো সরকারি বা রাজনৈতিক কোন নেতা কেউ যোগাযোগ করেনি। তবে অনেকে ফেসবুকে নাম্বার পেয়ে,  ফোন দিয়ে সান্তনা দিচ্ছেন, পাশে থাকার কথা বলছেন। তবে তাদের পরিচয় আমি জানি না।

যেদিন মাসুদের উপর হামলা হয়, সেদিন মাসুদ ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলো। সর্বশেষ স্বামীর সাথে মোবাইলে সন্ধ্যা সাতটার দিকে কথা হয় বিউটির। এসময় মাসুদ তাঁকে বলছিলো তিনি চা খাচ্ছেন ঔষদ নিয়ে ১০ মিনিটের মধ্যেই বাড়ি ফিরবেন। এর ঘন্টাখানের পর আবারো যখন মাসুদের মোবাইলে ফোন দেন বিউটি তখন ফোন বন্ধ পান। এরপর একাধিকবার ফোন করেছিলেন, পরে রাত সাড়ে ১১টার দিকে স্বামীর মৃত্যুর সংবাদ পান।

মামলা করা নিয়েও খুব বেশি আগ্রহ নেই মাসুদের পরিবারে
মাসুদের স্ত্রী বিউটি আরা বলেন, থানা থেকে তাকে ফোন দেয়া হয়েছিলো, তিনি বলেছেন মাসুদের বড় ভাই আছেন, তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। যদিও মাসুদের বড় ভাই আয়েতুল্লাহ বেহেস্তী বলেন, মামলা করে যে বিচার পাব, সেই পরিস্থিতিও নাই। রাজশাহী যে যাব, খুব বেশি ভরসা পাচ্ছি না। দেখি কি করি।

ছেলের হত্যার বিচার চান মাসুদের মা
মাসুদের মা তাসেনুর বেগম জানান, তার ছেলে ১৪ সাল থেকে পঙ্গু, তিনি প্রশ্ন করেন কিভাবে একটা মৃত মানুষকে আবারও মারে, আমি এর সুষ্ঠ বিচার চাই। তিনি বলেন তার সংসার চালাত মাসুদই। এখন সংসার কিভাবে চলবে। ১০ টাকা হলেও মাসুদই দিয়ে সংসারটা চালাত, এখন কে আমার সংসারটা চালাবে। ফুটফুটে নাতনি হয়েছিলো একটা সু-সংবাদ পাওয়ার পর পরই এত নির্মম, মানুষের শরিরে কি একটুকু রক্ত-মাংস নাই।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]