প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশে দল পাওয়ার পর জিম আফ্রো টি-টেন লিগেও দল পান। এবার একই লিগে দল পেলেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেলেন বিজয়।
দ্বিতীয়বারের মতো আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জিম আফ্রো টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ সেপ্টেম্বর, শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
এই সময়ে বাংলাদেশ দল থাকবে ভারত সফরে। প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর, পরেরটি মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর। এরপর ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টটির প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এবারও দল পেতে পারতেন তারা। কিন্তু এ দুজনসহ বাকি খেলোয়াড়রা টেস্ট সিরিজ খেলা ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নেওয়ায় ব্যস্ত থাকবেন। রিশাদের এখনও টেস্টে অভিষেক হয়নি, ভারত সফরেও দীর্ঘতম ফরম্যাটে তিনি দলের অংশ হবেন না। জিম আফ্রো টি-টেন লিগ খেলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন রিশাদ। একইভাবে জাতীয় দলের অংশ না হওয়ায় লিগটিতে খেলার সুযোগ আছে বিজয়ের।
কদিন আগে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স দলে ভেড়ায় রিশাদকে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আসরটিতে খেলার সুযোগ হয়েছে তার। যদিও একটি জায়গায় রিশাদই প্রথম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান তিনি। জিম আফ্রো টি-টেন লিগে ড্রাফটের আগেই ঠিকানা নিশ্চিত হয় রিশাদের, সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় হারারে ভোল্টস।
দলটিতে বিদেশি ক্রিকেটারদের 'বি' ক্যাটাগরিতে আছেন রিশাদ। এই দলের আইকন ক্রিকেটার নিউজিল্যান্ডের জিমি নিশাম। বিদেশি ক্রিকেটারের 'সি' ক্যাটাগরি থেকে বিজয়কে দলে ভেড়ায় বুলাওয়ে ব্রেভস। তার দলের আইকন ক্রিকেটার অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠেয় আসরটিতে ৬টি দল অংশ নেবে, প্রথম আসরে দল ছিল ৫টি। গত আসরের চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স।