চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড.নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ ২০২৩ সালের ৬ অগাস্ট নির্বাচিত হয়েছিল।
এর আগে এক দশক ধরে সংগঠনটির সভাপতি ছিলেন এম এ লতিফ সমর্থিত ব্যবসায়ী এফবিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি ২০১৩ সালের ৩০ মার্চ নির্বাচনে জয়ী হওয়ার পর পাঁচ দফায় ১০ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের একটি অংশ ক্ষুব্ধ ছিলেন। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওইসব ব্যবসায়ীরা বর্তমান পর্ষদ ভেঙে নতুন নির্বাচনের দাবি তোলেন।