রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১

শিরোনাম: পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো   ১৫ বছর দলীয় স্বার্থে পুলিশ হেন অন্যায় নাই যা করে নাই: আইজিপি   মেট্রো যাত্রীদের জন্য সুখবর   সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’: বিসিবি সভাপতি   আজ বিছানা না গোছানোর দিন   সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক   রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইউনূস-মোদির বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৭ পিএম | অনলাইন সংস্করণ

জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে স্পষ্ট কোনো কিছু জানাননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, আমি এখনই কিছু বলতে চাই না।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার সাইডলাইন বৈঠক হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনই কিছু বলতে চাই না।

আমাদের কাছে কোনো কনফার্মেশন (নিশ্চয়তা) নেই যে, হচ্ছে কি হচ্ছে না। বস্তুত মোদি যে যাচ্ছেন (জাতিসংঘের অধিবেশনে), সেটির শতভাগ নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে তিনি যাবেন।

বাংলাদেশ কি কোনো অনুরোধ করেছিল বৈঠকের জন্য, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটার একটা পদ্ধতি আছে। আমরা সে অনুযায়ী এগিয়ে যাব। এটা এমন না একমাস আগে বলে রাখি, আমরা দেখা করতে চাই তোমাদের সঙ্গে। এটা নরমাল সিস্টেম অনুযায়ী আগাবে। তারা যদি চায় আমাদের সঙ্গে সেটা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই।

জাতিসংঘে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে সাত জনের তালিকা দেখা গেছে, সেটি সঠিক কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাত জনের তালিকা যেটি প্রকাশ হয়েছে, সেটি সঠিক। এর আগেও একটা তালিকা আছে, সেখানে আমিও আছি, আমি যাচ্ছি। অনেকে বলছেন, তালিকা প্রকাশ হয়েছে, আপনার নাম দেখছি না। আমি বললাম, আমি যাচ্ছি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার মেয়েও যাচ্ছেন।

আমরা কি আগের মতো পরিবারতন্ত্রের দিকে চলে যাচ্ছি কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটার সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন (জল্পনা) না করলে খুশি হব।

তাহলে প্রতিনিধি দলে মোট কতজন থাকছেন, জানতে চাইলে তিনি বলেন, সংখ্যা খুবই কম। ধরুন ১০-১২ জন। এর বেশি বড় হবে না। একেবারেই লিমিট (সীমাবদ্ধ) রাখার চেষ্টা করব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]