প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২২ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের মণিপুরের জিরিবাম জেলায় জাতিগত সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন
স্থানীয় সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামের সীমান্তবর্তী এই জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলি হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্য টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।
এটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত রোববার থেকে মণিপুরে ড্রোন ও রকেট হামলা হলে সেখানে আসাম রাইফেলস ও সেনাবাহিনী ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশের ৬০ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তা সত্ত্বেও শনিবার নতুন দফা সহিংসতার ঘটনাটি সামনে এলো।
এ ঘটনার পর, নিরাপত্তার স্বার্থে শনিবার রাজ্যের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির রাজ্য সরকার।