প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ এএম আপডেট: ০৬.০৯.২০২৪ ১২:০৩ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড গুলি ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড গুলি ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে।