প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
সুজিত চ্যাটার্জি বাপ্পী, ফাইল ছবি
আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। নতুন করে নিয়োগ পাওয়ার এক সপ্তাহ পরেই পদত্যাগ করলেন তিনি।
গত ২৮ আগস্ট সুজিত চ্যাটার্জি বাপ্পীকে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।
এর আগে, আওয়ামী লীগ সরকারের সময়েও এই দায়িত্বে ছিলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশিরভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। সেই সময়ও দায়িত্ব পালন করছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা।
এ অবস্থায় ২৮ আগস্ট আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। সুজিত চ্যাটার্জি বাপ্পীও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নতুন করে নিয়োগ পান।
সুজিত চ্যাটার্জি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এই নিয়োগের পর তিনিসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন আওয়ামী লীগবিরোধী আইনজীবীরা। তারা এই ১৫ জনকে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করে আসছিলেন। তাদের আন্দোলনের মধ্যেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন সুজিত চ্যাটার্জি বাপ্পী।
প্রসঙ্গত, সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।