রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা   হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক   গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট   গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ আসামির রিমান্ড   পরিবর্তন হলো বঙ্গবন্ধু রেলসেতুর নাম   শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধ   উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিচারকদের সম্পদের হিসাব দাখিলের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়িয়েছে সরকার।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য আরও ১০ দিন সময় বৃদ্ধি করে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কররমকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী দাখিলের সময়সীমা আরো ১০ কার্যদিবস বর্ধিত করা হল।

এর আগে গত ১৩ আগস্ট এক প্রজ্ঞাপনে বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব তলব করে সরকার।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লখ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কররমকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী পত্র জারির ১০ কার্যদিবসের মধ্যে সংযুক্ত ফরম অনুযায়ী এ বিভাগে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

বিষয়টি নিশ্চিত করে পরদিন ১৪ আগস্ট সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগামী ১০ কর্মদিবসের মাঝে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, ‘সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে’ই এ নির্দেশ দেওয়া হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]