প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
চীনে শ্যানডং প্রদেশে স্কুলবাসের চাপায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ শিক্ষার্থীও রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালের এই দুর্ঘটনায় আরও বেশকয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ১২ জনের অবস্থা স্থিতিশীল
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘রাস্তার পাশে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষার্থীদের বাসটি চাপা দেয়। এতে ৬ অভিভাবক ও ৫ শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন।’
তাইয়ান শহরের একটি স্কুলগেটে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষার্থীদের বাসটি চাপা দেয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনাটি আসলেই অনিচ্ছাকৃত কিনা তা এখনও নিশ্চিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, বাসের নিচে কিছু মানুষ আটকা পড়ে আছেন।
নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই এই দুর্ঘটনা হলো।
ভয়াবহ সড়ক দুর্ঘটনা চীনে প্রায় নিয়মিত বিষয়। চলতি বছরের জুলাইতে মধ্যাঞ্চলীয় শ্যাংশা শহরে গাড়ি চাপায় ৮ পথচারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।