প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ জন মাওবাদী নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা। খবর এনডিটিভির
পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ বার্তা সংস্থা পিটিআইকে জানান, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে দু’পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এর আগে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
এই মাওবাদী বিরোধী অভিযানটি চালান ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর সদস্যরা।
মাওবাদী এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলে ‘বন্দুকযুদ্ধ’। পরে ঘটনাস্থল থেকে 'ইউনিফর্ম' পরা নয়জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে নিরাপত্তা কর্মীদের সবাই নিরাপদ বলে জানা গেছে এবং ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে এ নিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫৪ জন মাওবাদী নিহত হয়েছেন।