সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১

শিরোনাম: টাঙ্গাইলে লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬   এবার পাকিস্তানি তারকা ব্যাটারকে দলে ভেড়ালো রাজশাহী   যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, জখম ৩   আবেগঘন চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা   ইউনূসসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞার খবর ভুয়া   আমাদের কেবিনেটে অসৎ ব্যক্তি নেই: নৌ উপদেষ্টা   খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তেলের ট্রাক বিকল, রামপুরার রাস্তায় যান চলা ব্যাহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২১ পিএম | অনলাইন সংস্করণ

রাস্তার ধারে একটি তেলবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় গাড়ির চাকা ঘুরছে না। গাড়িতে ২০ থেকে ২৫ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে জ্বালানি তেলবাহী ট্রাকটি বিকল হয়।

পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে একটি তেলবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় যানচলাচল ব্যাহত হচ্ছে। এতে রামপুরা, বনশ্রী, মেরুল বাড্ডা, গুলশান লিংক রোড, নদ্দা ও কুড়িল বিশ্বরোড এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

বাড্ডা থেকে কুড়িলে যাতায়াত করা নিয়মিত যাত্রী মো. শরীফ খান ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় মেট্রোরেল নির্মাণের কাজ চলছে। এমনিতেই থেমে থেমে গাড়ি চলত। আজ এক জায়গাতেই ৩০-৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাড্ডা থেকে কুড়িল যেতে আমার সাধারণত ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু আজ দুই ঘণ্টা সময় লেগেছে। রামপুরা ব্রিজে ৪০ মিনিট গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়ির চাকা ঘুরছিলই না।

স্থানীয় ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নদ্দা বাস স্ট্যান্ডের একটু আগে যমুনা ফিউচার পার্কের সামনে একটি জ্বালানি তেলবাহী ট্রাকটি সকাল ৬টায় বিকল হয়েছে। জ্বালানি তেল থাকায় সতর্কতার সঙ্গে এটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

রকিব হাসান সরকার নামের এক যাত্রী মহাখালীর আমতলি থেকে গুলশান লিংক রোডে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে লিখেছেন, ট্রাফিক সিগনালে থেমে থাকার পরেও প্রায় আড়াই কিলোমিটার সড়কে যাতায়াতে আমার ১৫-২০ মিনিট লাগে। আজ ১ ঘণ্টা লেগেছে। গাড়ির স্পিড ১০ কিলোমিটার প্রতিঘণ্টার ওপরে তুলতেই পারিনি।

ট্রাফিক গুলশান দক্ষিণের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গুলশান জোনে একমাত্র এই সড়কে মেট্রোরেলের কাজ চলছিল। পাশাপাশি এই সড়কে সকালে ট্রাকটি বিকল হয়ে গেছে। পুলিশের কাছে রেকার রয়েছে। তবে, তেলভর্তি ট্রাক রেকার দিয়ে সরানো হলে দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় আমরা তা ব্যবহার করছি না। মেকানিক এনে গাড়িটি সারানোর চেষ্টা করা হচ্ছে। এই দুই কারণে সড়কে অতি তীব্র যানজট রয়েছে।

তিনি বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি ট্রাকটি সরিয়ে ফেললে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

এদিকে, সর্বশেষ দুপুর দেড়টা পর্যন্ত ট্রাকটি সরানো যায়নি। 

এছাড়াও রাজধানীতে আজ ভোর থেকে সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। মূল সড়কের পাশাপাশি অনেক এলাকার অলিগলিতেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড্ডার এই সড়ক ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

ভারী বৃষ্টি হওয়ায় রাজধানীর মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, বসুন্ধরা, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭-সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে। দুপুর ১২টা পর্যন্ত অনেক এলাকার সড়ক থেকে পানি নামেনি। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সড়কে বিকল হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে রাজধানীতে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]