প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে র্যাব ৩- এর একটি দল।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডার। পরে র্যাবের গোয়েন্দা ইউনিট তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজ সোমবার অভিযান চালিয়ে বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত গন্ডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মোগোপনে থাকেন।
তিনি জানান, ২০১৩ সালের ১৭ জুলাই বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার একটি বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। তার নামে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।