বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই : ইসকন বাংলাদেশ   আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার   ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা   রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম   ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়   দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ   হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নিরাপত্তা সেবাদানকারী সব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ পিএম | অনলাইন সংস্করণ

দেশের সব বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০০৭ সাল থেকে বকেয়া লাইসেন্স ফি, জামানত ও লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করার নির্দেশনা দেন।

গতকাল রোববার (১ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রমজান আলী শিকদার। ডিএমপি কমিশনারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার।

আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, ২০০৮ সালে হাইকোর্টে সিকিউরেক্স (প্রা.) (লি.) সহ বেশ কয়েকটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিনিধি ‘বেসরকারি নিরাপত্তা সেবা আইন, ২০০৬ এবং বেসরকারি নিরাপত্তা সেবা বিধিমালা, ২০০৭’কে চ্যালেঞ্জ করে ২৮টি রিট করে।

রিটে বিবাদী করা হয় যথাক্রমে (১) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, (২) সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং (৩) কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রিট মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০০৮ সালের ১৬ মার্চ বেসরকারি নিরাপত্তা সেবা আইন, ২০০৬ এর ধারা ৮ এর উপধারা ৬, ধারা ৭ এর উপধারা ১ এবং ধারা ৯ কেন বাতিল এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেন এবং বেসরকারি নিরাপত্তা সেবা বিধি, ২০০৭ এর বিধি-৬ তিন মাসের জন্য স্থগিত করেন।

ওই স্থগিতাদেশের কারণে রিট দায়েরকারী প্রতিষ্ঠানগুলো এখনও কোনো প্রকার লাইসেন্স গ্রহণ না করে এবং কোনো প্রকার লাইসেন্স ফি প্রদান না করেই লাইসেন্সবিহীন নিরাপত্তা সেবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গত ২৯ আগস্ট শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট মামলাটি রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

রোববার রায়ে আদালত এ সংক্রান্ত আগে জারি করা রুল খারিজ করে দেন এবং রিট দায়েরকারী প্রতিষ্ঠানসহ বাংলাদেশের সব বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণ করে ২০০৭ সাল থেকে যাবতীয় বকেয়া লাইসেন্স ফি, জামানত এবং লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করার নির্দেশনা প্রদান করেন।

পরে ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, এই রায়ের মাধ্যমে দেশের বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং দেশের রাজস্ব খাত আরও বেশি সমৃদ্ধ হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]