রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ট্রাম্পের মন্ত্রিসভা পূর্ণ হলো যাদের নিয়ে   দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার   নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার থেকে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ   পাঁচ বিসিএসে নিয়োগ হবে ১৮ হাজার ১৪৯ জন   রুমায় গহীন জঙ্গলে সেনা অভিযান, ৩ কেএনএ সদস্য নিহত   আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে   শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
লিটনের অনবদ্য সেঞ্চুরিতে ২৬২ রানে থামলো বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম | অনলাইন সংস্করণ

রাওয়ালপিন্ডিতে লিটন পেলেন উষ্ণ অভ্যর্থনা। ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। পাকিস্তানের মাটিতে এটি প্রথম হলেও পাকিস্তানের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি ছিল ২০২১ সালে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

লিটনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ২৬২। ১২ রানের লিড পেয়ে পাকিস্তান ব্যাটিংয়ে নামবে দ্বিতীয় ইনিংসে।

বাংলাদেশ ইনিংসের ৭৯তম ওভারে বল হাতে সালমান আলি আগা। বাউন্ডারির আশায় লফটেড খেলতে গেলেন লিটন দাস। কিন্তু লং অনে থাকা সাইম আইয়ুব ডানে দৌড়ে দুর্দান্ত এক ক্যাচে পাকিস্তানকে বাঁচালেন। ১৩ চার ও ৪ ছক্কায় ২২৮ বলে ১৩৮ রান নিয়ে লিটনকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ভাঙে হাসান মাহমুদকে নিয়ে গড় ৬৯ রানের নবম উইকেট জুটি।

প্রথম ইনিংসে অলআউট হওয়া বাংলাদেশ ৭৮.২ ওভারে পেয়েছে ২৬২ রান। ৫১ বলে ১৩ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন হাসান মাহমুদ। খুব কাছে গিয়েও পাকিস্তানের ইনিংসের চেয়ে ১২ রানে পিছিয়ে বাংলাদেশ।

তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৬ রান পর্যন্ত যেতে হারায় ৬ উইকেট। এরপর পাকিস্তান পেসারদের তোপের মুখে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে ব্যক্তিগত ৭৮ রানে মিরাজ আউট হলে ভাঙে ১৬৫ রানের জুটি। এরপর তাসকিন আহমেদও বিদায় নেন দ্রুত।

তবে নতুন সঙ্গী হাসান মাহমুদকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন লিটন। দাপুটে ব্যাটিংয়ে পেয়ে যান কাঙ্খিত শতকের দেখা। এর আগেই হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সংগ্রহ দুই শ পার করালেন লিটন দাস।

লিটন দাস প্রথম ব্যাটার; টেস্টে দলের স্কোর যখন ৫০ এর কম, তখন ব্যাট ব্যাটিং অর্ডার পাঁচের পরে নেমে তিনবার সেঞ্চুরি ছুঁয়েছেন। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে তার ১১৪ রান আসে যখন বাংলাদেশের রান ৪৯/৪ ছিল। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৪১ রান আসে যখন তার দলের রান ছিল ২৪/৫। টেস্টে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি।

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। ন্যূনতম ড্র করলেই সিরিজ জিতে নেবে নাজমুল হোসেন শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ২৬২/১০ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, ‍লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ১, হাসান ১৩*, নাহিদ ০ ; হামজা ১৬-১-৫০-২, খুররাম ২১-৩-৯০-৬, আলী ৭-২-২০-০, আবরার ৩১-৫-৮৩-০, সালমান ৩.৪-০-১৩-২)

পাকিস্তান প্রথম ইনিংস : ২৭৪/১০

পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ৯/২ (৪ ওভার)



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]