সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১

শিরোনাম: সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা   কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ   হাসান আরিফ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত   শীতেও চুল থাকুক ঝলমলে   নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত    যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ   গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক মরদেহ উদ্ধার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫০ এএম | অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪)। এছাড়া তানিয়া আফরোজ ও চহুরা নামে দুই বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতেরা সকলেই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হয়েছেন।’ 

‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, আমরা এখন পর্যন্ত ৫ জনের মধ্যে ৪ জনের নাম শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা পাশাপাশি বসে ছিল। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছে। তবে সে কি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]