প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
সুন্দরবনের অভায়ারন্য এলাকায় অনুপ্রবেশ করে ফাঁদ পেতে হরিণ ও বিষ দিয়ে মাছ শিকারকালে দূর্বত্তচক্রের ৬ সদস্যকে আটক করেছে বনবিভাগ। এ সময় উদ্ধার করা হয়েছে হরিণের মাংস, বিষ দিয়ে আহরিত চিংড়ি সহ হরিণ শিকারের ফাঁদ।
শনিবার ভোররাতে চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক গুটাবাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দূর্বৃত্ত চক্রের সদস্যরা ৩/৪ দিন আগে সুন্দবনের সংরক্ষিত বনাঞ্চালে অবৈধ অনুপ্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোররাতে বনরক্ষীরা আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টারের গুটাবাড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। এরা হলো - তৈয়মুর রহমান(৩৩), মাসুদ মিনা(৩১), আরমান খান (২২), রিয়াজুল খান(২৫), ওলিয়ার খান(৩৫) ও তরিকুল ইসলাম(৪০)।
এ সময় তাদের কাছে থেকে ২২ কেজি হরিনের মাংস, হরিন ধরার ছিটকা ফাঁদ ১৫০ টি, ১৫ কেজি চিংড়ি, ২টি তরল কীটনাশকের বোতল, ১টি ডিংগি নৌকা আটক করা হয়েছে।
আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধ্য আমুরবুনিয়া গ্রামে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর শনিবার বাগেরহাট বন আদালতে সোপর্দ করা হয়।