রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: ‘বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি’   ঢাকা-মাওয়া রোডে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ৪   আরেকটি বাধা পেরোলেই মুক্ত হতে পারবেন বাবর    পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে   ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু   সাজেকে উপচেপড়া ভিড়, তিন শতাধিক পর্যটকের বারান্দা-ক্লাবঘরে রাতযাপন   রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কান্না না থামায় শিশুকে বিমানের বাথরুমে আটকে রাখা হলো
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৩:৩৩ পিএম | অনলাইন সংস্করণ

উড়োজাহাজে বাচ্চা শিশুর কান্না না থামায় তাকে শিক্ষা দেয়ার জন্য বিমানের বাথরুমে আটকে রাখেন দুই যাত্রী, সেটি আবার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেন।

চীনের জুনেয়াও এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত ২৪ আগস্ট গুইয়াং থেকে সাংহাই যাওয়ার সময় ঘটনাটি ঘটে। খবর সিএনএনের

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ‘দৌইনে’ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই অপরিচিত ব্যক্তি ছোট মেয়েটিকে বাথরুমে আটকে রেখে বলছে, "তুমি কান্না থামাও, না হলে আমরা তোমাকে বের হতে দেব না।’

শিশুটি তখন তাদের কোলে থেকে বেরিয়ে দরজার দিকে হাত বাড়ানোর চেষ্টা করে। যখন মেয়েটি কান্না থামায়, তখন ভিডিও ধারণকারী নারী তাকে কোলে তুলে বলেন, ‘তুমি যদি আবার শব্দ করো, তাহলে আমরা আবার (বাথরুমে) আসবো।’

জুনেয়াও এয়ারলাইন্সের বিবৃতি অনুযায়ী, ছোট মেয়েটি তার দাদির সাথে ভ্রমণ করছিল। তিন ঘণ্টা ধরে অনবরত কাঁদতে থাকায় তার দাদিই নাকি এই দুই যাত্রীকে মেয়েটিকে ‘শিক্ষা’ দেওয়ার জন্য বাথরুমে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। 

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর দ্রুতই সমালোচনার ঝড় ওঠে। অনেকে মেয়েটির সঙ্গে এই ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যকারীরা ওই দুই যাত্রীর আচরণকে 'নির্দয়' এবং 'অমানবিক' বলে উল্লেখ করেন।

তবে সমালোচনা বাড়তে থাকলে, এয়ারলাইনসের গ্রাহক সেবা বিভাগ 'ক্রুদের নজরদারির অভাব'-এর জন্য দুঃখ প্রকাশ করে এবং ওই দুই যাত্রীর আচরণের নিন্দা জানায়। 

ভিডিও পোস্টকারী নারী জানান, তার উদ্দেশ্য ছিল অন্য যাত্রীদের জন্য শান্তিপূর্ণ ফ্লাইট নিশ্চিত করা। তবে তার পোস্টটি দ্রুত বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়, যেখানে অনেকেই তাকে হৃদয়হীন এবং শিশুটিকে নির্যাতনের অভিযোগ তোলেন। পরে ভিডিওটি মুছে ফেলেন তিনি। 

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েইবোতে এক মন্তব্যে বলা হয়েছে, '৩০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের আবেগের প্রকাশকে সমাজ স্বাভাবিকভাবে গ্রহণ করে, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে তা সহ্য করতে চায় না।' 

আরেকটি মন্তব্যে বলা হয়েছে, ‘আমরাও একসময় শিশু ছিলাম... এমন হৃদয়হীন হবেন না।’

বিমানে শিশুদের আচরণ নিয়ে বিতর্ক চীনা সামাজিক মাধ্যমে নতুন নয়; এ ধরনের বিষয় নিয়মিত আলোচনায় ওঠে আসে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]