রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, চলতি বছর আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো   পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো   ১৫ বছর দলীয় স্বার্থে পুলিশ হেন অন্যায় নাই যা করে নাই: আইজিপি   মেট্রো যাত্রীদের জন্য সুখবর   সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’: বিসিবি সভাপতি   আজ বিছানা না গোছানোর দিন   সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পূর্বাচলে নতুন মাঠ তৈরির কাজ শিগগিরই: বিসিবি সভাপতি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৩:১৮ পিএম আপডেট: ৩১.০৮.২০২৪ ৪:২৫ পিএম | অনলাইন সংস্করণ

মাঠ পরিদর্শনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদ, ছবি : সংগৃহীত

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। এই বিশ্বকাপকে মাথায় রেখে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বড় স্টেডিয়ামের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু সরকার পতনে স্টেডিয়ামের ডিজাইন ও পরিকল্পনার কিছু বদল আনা হলেও স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 

শনিবার (৩১ আগস্ট) সকালে পূর্বাচলে অবস্থিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। 

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, খুব দ্রুত নতুন নকশায় মাঠ তৈরির কাজ শুরু হবে। তবে নতুন নকশায় হলেও পরামর্শকদের আগের পরামর্শগুলো বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার বোর্ড সভাতে স্টেডিয়ামে টেন্ডার প্রক্রিয়া বাতিল করে বিসিবি। এই মুহূর্তে বড় মাপের কোন কিছু করা সম্ভব নয় বলেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের পরিকল্পনায় শেখ হাসিনা স্টেডিয়ামের পাশাপাশি অত্যাধুনিক ক্রিকেট একাডেমি, পর্যাপ্ত অনুশীলন মাঠ, ইনডোর মাঠ, খেলোয়াড়দের আধুনিক আবাসন ব্যবস্থা, বিসিবির সদর দফতর এবং একটি পাঁচ তারকা হোটেল রাখার কথা ছিল।

এতো কিছু না করলেও আপাতত খেলার উপযোগী করে কিছু করার চিন্তা বিসিবির। এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেছেন, ‘এখন আমরা এটাকে যত তাড়াতাড়ি মাঠের শেইপ দিতে পারি, এটা আমাদের একটা প্রায়োরেটি। পাশাপাশি যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, এগুলোর কাজও অব্যাহত থাকবে।’

অতি দ্রুত মাঠ তৈরির ধাপগুলো শুরুর করার পরিকল্পনা বিসিবির। ফারুক আহমেদের কথা, ‘দুইটা মাঠের এখানে অনুমতি ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারবো না। সেজন্য এখানে প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করবো, তারপর পাশের মাঠটা চেষ্টা করবো আর কী। আপনারা শিগগিরই দেখতে পারবেন মাঠের কাজ শুরু হতে।’

পূর্বাচলের এই স্টেডিয়ামটি ছিলে নৌকার আদলে। আর স্টেডিয়ামটির নামকরণ করার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এই মুহূর্তে স্টেডিয়ামটির ডিজাইন বদল নিশ্চিত হলেও সাবেক প্রধানমন্ত্রীর নামে হবে কিনা সেই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কোর্টেই বল ঠেলে দিলেন ফারুক, ‘এটা ক্রিকেট বোর্ডে...এটা ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে।’

ইতোমধ্যে স্টেডিয়াম নির্মাণকে কেন্দ্র করে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছিল। মাঠ পর্যায়ের কাজগুলোও করা হয়ে গিয়েছিল। এ অবস্থায় বিসিবি ধীরে চলো নীতিতে এগুবে বলে জানিয়েছেন ফারুক, ‘আমাদের তো অলরেডি একটা পরামর্শক বিনিয়োগ হয়ে গেছে। ওটাকে ধরে, বড় কোনও পরিবর্তন না করে, কেননা হয় কী আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমত মাঠ, ড্রেসিংরুম তৈরি করবেন। ওদের যে পরিকল্পনা ছিল...চেষ্টা করবো। ওদের যে প্ল্যান ছিল আমি দেখি নাই। তারপরও যতটুকু সাধারণ জ্ঞানে বোঝা যায়, ওই পরামর্শ অনুযায়ী মাঠটা করবো।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]