প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
রাউয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটি করেছেন দুই টপঅর্ডার সাইম আইয়ুব ও শান মাসুদ।
বিরতিতে যাওয়ার আগে ২৫ ওভার ব্যাট করে ১ উইকেটে ৯৯ রান করেছে পাকিস্তান। যার পুরোটাই দ্বিতীয় উইকেটের জু্টির অবদান। কারণ, দলীয় রানের স্কোরকার্ড চালু হওয়ার আগেই ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান।
শনিবার (৩১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি কেবল একটি উইকেট।
এই সেশনে মাসুদ খেলেছেন অনেকটা ওয়ানডে মেজাজে। টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটিও হাঁকিয়ে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক। ৬২ বলে ৫৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন তিনি।
এর আগে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর দলে ফিরেই উইকেট তুলে নেন তিনি। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারলেন না শফিক।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।