শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ময়মনসিংহে বিসিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট   সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে নিহত ২০০   সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে   মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে মায়ামি!   গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক   হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্বাধীনতার স্বাদ পেতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৮:০৩ পিএম | অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ছবি: সংগৃহীত

সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামী এবং শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল জালিম সরকার। তারা ভেবেছিল জামায়াত তাদের পাতা ফাঁদে পা দিয়ে সব নষ্ট করে ফেলবে, কিন্তু সেটা আমরা আগেই বুঝতে পেরেছি। আমরা ধৈর্য ধরেছি।’

তিনি বলেন, ‘এখনও শকুনের ছায়া আছে। সব চাওয়া আল্লাহর কাছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। সুবিচার প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতা অর্জন করতে পারলেও তার স্বাদ পাওয়া যাবে না।’

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দেশের পরিস্থিতি স্বাভাবিক করা মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘দেশের পরিস্থিতি আগের সরকার নষ্ট করে গিয়েছে। এর জন্য যতটা সময় প্রয়োজন সেটা আমরা দেব। কিন্তু সেটা সবচেয়ে কম সময়ের মধ্যে করতে হবে।’

বিগত সরকারের সময় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে দেয়া হয়নি অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেয়ার ব্যবস্থা করা হবে। সাংবাদিকরা অবশ্যই দেশাত্মবোধ নিয়ে আমাদের মতো সবার সমালোচনা করবেন।’

তিনি বলেন, ‘এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক, সবাই মিলে নৈতিকতার পথে মডেল তৈরি করতে পারলেই সবাই নিজের দায়িত্ব পালন করতে বাধ্য হবে, কেউ অন্যায় করতে পারবে না।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]