রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ১০৭৯   মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়লো   জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   ‘ভুল চিকিৎসায়’ শিক্ষার্থীর মৃত্যু, ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
২০ বছর সংসারের পর অভিনেতা জানলেন তার বিয়েই হয়নি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

বলিউড অভিনেতা দীপক তিজোরির জীবনে সিনেমার মতোই ঘটনা ঘটে গেছে। দীর্ঘ ২০ বছর সংসার করার পর জানতে পেরেছেন আইনগতভাবে তার স্ত্রী বৈধ নন। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা দীপক তিজোরি ও তার স্ত্রী শিবানী তোমর ২০ বছর এক ছাদের নিচে কাটিয়েছেন। তবে হঠাৎ নিজেদের মাঝে এক ঝগড়াকে কেন্দ্র আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এ দম্পতি।

স্ত্রীকে ডিভোর্স দেওয়া প্রসঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে অভিনেতার। জানতে পারেন, শিবানী তোমর প্রথম স্বামীর সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদ করেননি। যার ফলে আইনগতভাবে তখন পর্যন্ত প্রথম স্বামীর বৈধ স্ত্রী ছিলেন তিনি। 

এমন এক ঘটনা প্রকাশ্যে আসতেই বড় ধাক্কা খান অভিনেতা দীপক। যার সঙ্গে এতদিন সংসার করছেন, সেই বিয়েই নাকি আইনসিদ্ধ নয় ৷

এদিকে স্ত্রীর প্রতারণার বিষয়টি কাটিয়ে না উঠতেই দীপককে আরও একটি ধাক্কা দেন শিবানী। বিবাহ বিচ্ছেদর দাবি করে মোটা টাকা ভরণপোষন দাবি করেন। 

তার দাবি ছিল, বিচ্ছেদের পর সকল খরচ দীপক বহন করবে। আর সেটা চাওয়ার অধিকার রয়েছে। 

বেআইনি বিয়ের সঙ্গে অবাস্তব আবদার মেনে নেন দীপক। কারণ তাদের মেয়েরা সে সময়ে নাবালিকা ছিল। যে কারণে নতুন কোনো ঝামেলা সৃষ্টি করতে চাননি অভিনেতা। 

দীপকের এক বন্ধু জানান, শিবানী তার আগের স্বাকে ডিভোর্স দেননি ৷ ২০ বছর একসঙ্গে কাটানোর পরে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর দীপকও শিবানীর সঙ্গে আর এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্ত নেন। 

আশিকি, যো জিতা ওহি সিকান্দার-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]