প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:২৪ এএম | অনলাইন সংস্করণ
রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি আগের দুই চেয়ারম্যান পদত্যাগের কারণে ব্যাংক দুটি নেতৃত্বশূন্য হয়ে পড়ে। এরপর শূন্য পদে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আর জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এম ফজলুর রহমান। তারা দুজনই যোগদানের তারিখ থেকে তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, গত ২০ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।
এ ছাড়া জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমানের পদত্যাগ কার্যকর করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ২২ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।