প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৩:০৬ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয়।
তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অপ্রত্যাশিত ও অশোভনীয়।’
রোববার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এই পদক্ষেপ অবশ্যই দুর্নীতিকে উৎসাহিত করবে এবং সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। আমি যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলাম, তখন ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম।’
দেশের একজন নাগরিকের জন্য এটা মোটেও ভালো অভ্যাস নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইন বাতিলের বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হতে পারে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না।’
তিনি অর্থপাচারের সঙ্গে জড়িত বড় ও ছোট দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আবদুর রহমান খান আরও বলেন, ‘ব্যবসাবান্ধব আইন করতে এনবিআরের তিনটি উইংয়ে বিদ্যমান আইন পর্যালোচনার জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হবে।’