প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১:০৪ পিএম আপডেট: ১৮.০৮.২০২৪ ১:০৫ পিএম | অনলাইন সংস্করণ
রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপ উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি আঘাত হানার পর সেখানে সক্রিয় হয়ে উঠেছে একটি আগ্নেয়গিরি।
স্থানীয় সময় রোববার ভোরে এই ভূকম্পন অনুভূত হয়। কামচাটকা অঞ্চলের ৫১ কিলোমিটার (৩২ মাইল) গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র- ইএমএসসি।
ভূমিকম্পের পর থেকে ৩.৯ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভুত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
ভূমিকম্পের কারণে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির থেকে ২৮০ মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল শহর কামচাতকাতে অবস্থিত শিবেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। শহরটিতে এক লাখ ৮০ হাজার জনসংখ্যা রয়েছে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে কোন সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কামচাটকা দফতর।
বিজ্ঞানীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ বলেছেন, এখনই আরেকটি শক্তিশালী কম্পনের সম্ভাবনা কম।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে কম্পন অনুভূত হওয়ার পর বাসিন্দাদের বাড়ি থেকে বের হয়ে আসতে দেখা যায়। স্থানীয় সময় সকাল ৭ টা ২১ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল পেত্রপাভলোভস্ক-কামচাটকি হতে ১০০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা আরও জানায়, ভূকম্পের পর ৩ দশমিক ৯ থেকে ৫ দশমিক ০ মাত্রার কয়েকটি ‘আফটারশক’ অনুভূত হয়।
স্থানীয় জরুরিসেবা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘বেশিরভাগ আফটারশকের প্রভাব ছিল খুবই অল্প।’