বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সোনামসজিদ বন্দর দিয়ে এলো দেড় হাজার টন পেঁয়াজ   আপত্তিকর মন্তব্যে বিচারপতিকে ডিম ছুঁড়লেন আইনজীবীরা   আইনজীবী আলিফ হত্যায় ৭ জন শনাক্ত: সিএমপি কমিশনার   আয়ারল্যান্ডকে উড়িয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা   মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিলেন খালেদা জিয়া   দশ লাখ পোশাকশ্রমিক পাবেন টিসিবির পণ্য   স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এফবিসিসিআই চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ৭২ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১২:১৮ পিএম | অনলাইন সংস্করণ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে জোরপূর্বক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে চাকরিতে পুনর্বহাল (জ্যেষ্ঠতা ও পদোন্নতিসহ) এবং বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময় তারা ৭২ ঘণ্টার মধ্যে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। 

গতকাল শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে এফবিসিসিআই প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপিও দেওয়া হয়, যা সংগঠনের মহাসচিব গ্রহণ করেন। 

শনিবার সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। ২০১৯-২০২১ মেয়াদকালের পরিচালনা পর্ষদে প্রেসিডেন্ট হিসাবে শেখ ফজলে ফাহিম দায়িত্ব পালন করেন। ২০২০ সালে দেশে যখন করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্য এবং সার্বিকভাবে জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে, সেই দুর্যোগময় মুহূর্তে এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দলীয়করণের নামে ৬২ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে পদত্যাগে বাধ্য করেন। এছাড়াও প্রতিষ্ঠানের সার্ভিস রুলস-১৯৯০ অনুযায়ী তাদের প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে বেআইনি ও নির্দয়ভাবে বঞ্চিত করেন। এ অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে কোনোরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার বিষয়েও তিনি নানাভাবে হুমকি দেন। কর্মকর্তা-কর্মচারীরা জীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে মতিঝিল থানায় কেবল জিডি করতে পেরেছিলেন। 

ফলে অবহেলিত ও অসম্মানিত হওয়ার মাধ্যমে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পারিবারিক ও সামাজিকভাবে এবং মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। অবৈধ ও বেআইনিভাবে চাকরিচ্যুতি এবং পাওনা বেতন-ভাতা সম্পূর্ণরূপে না পাওয়ায় আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণায় ইতিমধ্যে এফবিসিসিআইয়ের অফিসিয়াল  এএফ আইনুল হুদা (কর্মকর্তা), মো. ফজলুল হক (ড্রাইভার) এবং আব্দুল বারেক (সিকিউরিটি গার্ড) হার্ট অ্যাটাকে মারা যান। অনেক কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময়ে তাদের সমস্যা সমাধানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক (তৎকালীন পরিচালক), বাণিজ্য সংগঠন বরাবরে আবেদন করেছেন। কিন্তু তাদের চাকরিতে পুনর্বহাল ও সার্ভিস বেনিফিটসহ বেতন-ভাতা পরিশোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

এ অবস্থায় শনিবার মানববন্ধনে এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর অন্যায় ও অমানবিক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদেরকে স্ব পদে (জ্যেষ্ঠতা ও পদোন্নতিসহ) চাকরিতে পুনর্বহালের দাবি জানায়। একই সাথে তারা এফবিসিসিআই সার্ভিস রুলস-১৯৯০ অনুযায়ী প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]