প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১২:৫৪ এএম আপডেট: ১৮.০৮.২০২৪ ১২:৫৯ এএম | অনলাইন সংস্করণ
ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা কিছুটা বাড়লো। রবিবার (১৮ আগস্ট) থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চেকের মাধ্যমে তিন লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে।
এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার দিন দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।
একইসাথে সে সময় চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করতে বলে কেন্দ্রীয় ব্যাংক।
পরে গত সপ্তাহে নগদ তোলার সুযোগ বাড়িয়ে সর্বোচ্চ ২ লাখ টাকা করা হয়।