প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ২:১৫ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েছেন মাহমুদুল হাসান। ফলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না জাতীয় দলের এই ওপেনারের।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ‘মাহমুদুলের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’
মাহমুদুলের পরিবর্তে কাকে সুযোগ দেওয়া হবে, তা আগামীকাল জানা যাবে। নির্বাচকেরা জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের রিপোর্টের অপেক্ষায় আছেন।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের প্রথমটি খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুলের। রানের মধ্যেও ছিলেন এই ডানহাতি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাহমুদুলের ব্যাট থেকে আসে ৬৫ রানের ইনিংস। তবে কুঁচকির চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি।
এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দুই ইনিংসে ৬৯ ও ৬৫ রানের ইনিংস খেলেন মাহমুদুল। বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়েও সরাসরি ভূমিকা রাখেন।
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।