প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১:১৪ এএম | অনলাইন সংস্করণ
শেখ হাসিনার ফাসিঁর দাবীতে মোংলায় দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে মোংলার বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেততাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার সামনে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী, থানা বিএনপির সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ন-আহবায়ক মোঃ এমরান হোসেন, থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবু হোসেন পনি, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক বাবলু ভূইয়া, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, সদস্য সচিব এম এ কাশেম, থানা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, যুবদলের সদস্য জিয়াউর রহমান হিরণ, যুবদল নেতা সুমন মল্লিক, রাজ বাপ্পা, হোসেন, জসিম, ওহিদুল, মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, আয়েশা বেগম, বেবী রহমান ছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাসিঁর দাবী জানান। বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় বিদেশের মাটিতে বসে এ দেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্র করছে, তাই সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানায়।
এছাড়া বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগ সরকারের মতো কেউ যেন কোথাও কারো চিংড়ি ঘের দখল ও হামলা-ভাংচুর না করেন। যারা এসব করবে এর দায়দায়িত্ব তাদেরই , দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে শেখ হাসিনার ফাসিঁর দাবী নিয়ে বিভিন্ন এলাকা থেকে মোংলায় বিক্ষোভ করেন বিএনপি কর্মী সমর্থকরা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবীসহ তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন বিএনপি নেতা-কর্মীরা।