প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১:০৮ এএম | অনলাইন সংস্করণ
সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবীতে শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই তারা এ অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সকাল ১২টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজের সামন থেকে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পৌর শহীদ মিনারে অবস্থান নেন, এসময় সেখানে গণহত্যার দায়ে জড়িত স্বৈরাচারী হাসিনা সরকার ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবীতে নানা শ্লোগান দিয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এদিকে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথক ব্যানারে মিছিল ও সমাবেশ করেছেন স্বৈরাচার ও তাদের দোসরদের বিচারের দাবীতে।
তবে সকাল থেকে জেলা আওয়াামীলীগের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। যদিও এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর বিভিন্ন কর্মসূচি দিয়েছিল জেলা আওয়ামীলীগ।